বাবুল আক্তার: [২] মহিদুল ইসলাম নামে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান কেটে ও বেধে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। শ্রমিক সংকটের এই সময়ে ছাত্রলীগ নেতৃবৃন্দ তার ধান কেটে দেয়ায় খুবই খুশি হয়েছেন কৃষক মহিদুল ইসলাম।
[৩] বৃহস্পতিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাকলা গ্রামের করিম মন্ডলের ছেলে মহিদুল ইসলাম নামের ওই কৃষকের ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসাইনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
[৪] ছাত্রলীগ নেতারা জানান, বর্তমানে কৃষকের ধান কেটে ঘরে তুলতে সর্বত্র শ্রমিক সংকট চলছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে ছাত্রলীগ কৃষকের পাশে দাড়িয়েছে। সেই আলোকে চৌগাছা ছাত্রলীগও ধানকাটা কর্মসূচীতে অংশ নিচ্ছে।
[৫] উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসাইনের নেতৃত্বে চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, হাসিবুল হাসান শান্ত, রাসেদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের ৩০/৩৫ জন নেতাকর্মী এই ধান কাটায় অংশ নেন। তাদের মধ্যে অনেকেই রোজা রেখেছিলেন।
[৬] এ বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসাইন বলেন, গত বছর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নতৃবৃন্দ কৃষকের পাশে থেকে ধান কেটে, বেধে এবং ঝেড়ে বাড়িতে পৌছে দিয়েছিলাম। এ বছরেও কেন্দ্রীয় ও জেলার নির্দেশনা পাওয়া মাত্রই আমরা মাঠে নেমেছি। অনেকেই রোজা থেকে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায়ও তারা নেতৃবৃন্দের আহবানে কৃষকদের ধান কাটা কার্যক্রমে অংশ নিয়েছে।
[৭] মোবাইল ফোনে কৃষক মহিদুল ইসলাম জানান, ছাত্রলীগের ছেলেরা আমার দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে এবং এক বিঘা জমির ধান বধে দিয়েছে। এই শ্রমিক সংকটের সময়ে ধান কেটে ও বেঁধে দেয়াতে আমার খুবই উপকার হয়েছে। সম্পাদনা: সাদেক আলী