স্পোর্টস ডেস্ক : [২] করোনা মহামারির কারণে ষষ্ঠ আসরে মাত্র ১৪ ম্যাচ অনুষ্ঠিত হবার পর স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দেশটিতে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারও শুরু হতে যাচ্ছে বাকি থাকা ম্যাচগুলো। করাচিতে আগামী ১ জুন থেকে শুরু হবে আসরের বাকি ২০টি ম্যাচ।
[৩] এর জন্য নিলাম অনুষ্ঠিত হয় মঙ্গলবার (২৭ এপ্রিল)। যেখানে দল পেয়েছেন বাংলাদেশ দলের সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। সাকিব খেলবেন লাহোর কালান্দার্সে, মাহমুদউল্লাহ মুলতান সুলতানস এবং লিটন খেলবেন করাচি কিংসের হয়ে।
লাহোর, করাচি ও মুলতানের ম্যাচগুলোর সূচি
লাহোর কালান্দার্স
১ জুন - লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)
৪ জুন - পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
৭ জুন - কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
৯ জুন - ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স (রাত ৯টা)
১২ জুন - করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)
১৪ জুন - মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)
করাচি কিংস -
২ জুন - মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)
৫ জুন - ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস (সন্ধ্যা ৬টা)
৬ জুন - পেশোয়ার জালমি বনাম করাচি কিংস (রাত ৯টা)
১০ জুন - কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস (রাত ৯টা)
১২ জুন - করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স (রাত ১১টা)
মুলতান সুলতানস -
২ জুন - মুলতান সুলতানস বনাম করাচি কিংস (রাত ৯টা)
৫ জুন - মুলতান সুলতানস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস (রাত ১১টা)
৮ জুন - মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমি (রাত ৯টা)
১১ জুন - মুলতান সুলতানস বনাম ইসলামাবাদ ইউনাইটেড (রাত ৯টা)
১৪ জুন - মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দারসস (রাত ৯টা)