শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ভুইস্যা তিন সহযোগিসহ গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] নগরীতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ছোরা ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৩] পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে কুখ্যাত ছিনতাইকারী শহিদুল ইসলাম প্রকাশ ভুইস্যা ও তাহার ০৩ সহযোগী সহ মোট ০৪ জন আসামী গ্রেপ্তার করা হয় এবং এই সময় তাদের সাথে থাকা ০২টি ধারালো ছোরা ও ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

[৪] মঙ্গলবার সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিকী জানান, চান্দগাঁও থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে সোমবার রাত ১১:৩০ টার সময় চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া হাজীরপুলস্থ খাল পাড় হতে ডাকাতির প্রস্তুতি কালে গ্রহনকালে কুখ্যাত ছিনতাইকারী শহিদুল ইসলাম প্রকাশ ভুইস্যা (২৩), মোঃ ফয়সাল ইমন (২০), পিতা-মোঃ ইউনুস, মোঃ ইব্রাহিম পারভেজ (১৯), পিতা-মোঃ জালাল এবং আব্দুল মান্নান (১৯), পিতা-মোঃ ছাদেক মাঝি। আসামিদের গ্রেপ্তার করা হয়, এই সময় তাদের সাথে থাকা ৬/৭ জন দৌড়িয়ে পালিয়ে যায়।

[৫] তিনি আরো জানান, উক্ত ঘটনায় যথাক্রমে চান্দগাঁও থানার মামলা নং-৪৬, তারিখ-২৭/০৪/২০২১ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, চান্দগাঁও থানার মামলা নং-৪৭, তারিখ-২৭/০৪/২০২১ ইং, ধারা-The Arms Act 1878 এর 19(f), ৩। চান্দগাঁও থানার মামলা নং-৪৮, তারিখ-২৭/০৪/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়।

[৬] আটককৃত ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকার জনগণ। তাদের গ্রেপ্তার করায় স্থানীয় লোকজন সন্তোষ জ্ঞাপন করেন। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আটককৃত আসামি ভুইস্যা একাধিক মামলায় অভিযুক্ত বলে জানাান এডিসি (উত্তর) আবু বক্কর সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়