সুজন কৈরী : [২] লৌহজং থানাধীন মাওয়া মাছের আড়ৎ থেকে আনুমানিক ২৫ মণ জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক করা হয়েছে তিনজন অসাধু ব্যাবসায়ীকে। বুধবার ভোর রাতে কোস্ট গার্ডের মাওয়া স্টেশন এই অভিযান চালায়।
[৩] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, অভিযান চলাকালে ওই এলাকায় একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন-১৯-১৬৭৯) মধ্যে থাকা ৫টি গ্যালন তল্লাশী করে আনুমানিক ১ হাজার কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়। এ সময় পিকআপের সাথে চালক এবং অবৈধ জাটকা পাচারে নিয়োজিত ৩ জন অসাধু ব্যাবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- বিল্লাল (৩২), বাবু (৩৪), ইমামুল হক (৪০) এবং পিকআপ চালক দীন ইসলাম (৪৭)।
[৪] লে. কমান্ডার আমিরুল হক বলেন, আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং জব্দ জাটকা উপজেলা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।