শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও চেলসি মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: [২] রিয়ালের মাঠ আলফ্রেদো দি স্তেফানোয় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে মঙ্গলবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল।

[৩] আগের চার ম্যাচের প্রতিটিতে রিয়ালের কোচ ছিলেন জিদান। টুখেল ছিলেন বরুশিয়া ডর্টমুন্ড ও পিএসজির দায়িত্বে। দুজনের প্রথম দেখা হয় ২০১৬-১৭ মৌসুমের গ্রুপ পর্বে। দুই লেগেই বরুশিয়ার বিপক্ষে জয়ের পথে ছিল রিয়াল, কিন্তু শেষ পর্যন্ত দুটি ম্যাচই শেষ হয়েছিল ২-২ ড্রয়ে।

[৪] ২০১৯-২০ মৌসুমে ফের গ্রুপ পর্বে দেখা হয় দুজনের। প্রথম লেগে নিজেদের মাঠে জিদানের রিয়ালকে ৩-০ গোলে উড়িয়ে দেয় টুখেলের পিএসজি। ফিরতি লেগের ম্যাচ হয় ২-২ ড্র, এই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকে জয়ের ঘ্রাণ পাচ্ছিল রিয়াল, কিন্তু শেষ দিকে কিলিয়ান এমবাপে ও পাবলো সারাবিয়ার লক্ষ্যভেদে ড্র নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের দলটি।

[৫] রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৩৫ কোচের বিপক্ষে তিন বা তার বেশি ম্যাচ খেলেছেন জিদান। সাফল্য নেই কেবল টুখেলের বিপক্ষে। তিন বা তার বেশি ম্যাচে মুখোমুখি হয়েও কেবল জার্মান এই কোচের বিপক্ষে জিততে পারেননি তিনি।

[৬] অবশ্য চলতি মৌসুমের বাকি পথচলায় জিদানের সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা এবং পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনোর বিপক্ষেও যে কখনও জেতা হয়নি রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ জিদানের। - মার্কা / বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়