শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে অভিযানে নামলেন পৌর মেয়র আশরাফ, বাজারে তরমুজ বিক্রির সিন্ডিকেট

ফিরোজ আহম্মেদ : [২] এবার মিটারে ওজন বা কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করতে অভিযানে নামলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি সোমবার বিকালে কালীগঞ্জ মেইন বাসষ্ট্ডা সহ শহরের বিভিন্ন বাজারে তরমুজ ব্যাবসায়ীদের দোকানে দোকানে অভিযান চালান।

[৩] এ সময়ে তিনি নির্দ্দেশনা দেন যে, এখন থেকে ওজন বাদেই প্রতি পিচ হিসাবে তরমুজ বিক্রয় করতে হবে। এরপরও যদি কেউ কেজি দরে বিক্রি করতে চায়, তাহলে তাকে ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী আড়াই’শ গ্রাম বা ৫’শ গ্রাম ওজনেরও তরমুজ দিতে হইবে। এ নিয়ম অমান্যকারীকে আগামীতে মোবাইল কোট করে জরিমানা করা হবে।

[৪] স্থানীয় ভ’ক্তভোগী সাধারন মানুষ তরমুজ ক্রেতারা জানান, বাপ দাদার আমল থেকেই তারা পিচ হিসাবে তরমুজ কিনে খেত। এছাড়াও সে সময়ে তরমুজ কেটে পিচ পিচও বিক্রয় করা হত। কিন্তু এ বছর চলতি মাস থেকেই হঠাৎ করে তরমুজ ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি শুরু করেছে। বর্তমানে একটি তরমুজের ওজন ৫ থেকে প্রায় ১০ কেজি পর্ষন্ত। যার প্রতি পিচ মূল্য ৪/৫ শত টাকা। যা সাধারন নিন্মআয়ের মানুষের পক্ষে কেনা একেবারেই অসম্ভব।

[৫] সাধারণ ক্রেতারা আরো জানায়, তরমুজ ব্যবসায়ীরা বাইরের মোকাম থেকে প্রতি পিচ সংখ্যা হিসাবে তরমুজ কিনে আনে। কিন্তু এবারই তারা সিন্ডিকেড করে ক্রেতাদের নিকট ওজন কেজি দরে বিক্রয়ের নিয়ম চালু করেছে। এতে ক্রেতা সাধারনের তরমুজ ক্রয় অসম্ভব হয়ে উঠেছে। এ নিয়ে অনেক স্থানেই তরমুজ বিক্রেতাদের সাথে ক্রেতারা বাক বিতন্ডায় জড়িয়ে পড়ছে।

[৬] সোমবার শহরে অভিযানকালে পৌর মেয়র আশরাফ জানান, ক্রেতা সাধারন মানুষের অসুবিধার কথা ভেবেই তিনি তরমুজ ব্যাবসায়ীদের দোকানে এসেছেন। তিনি পুর্বের নিয়মে পিচ হিসাবে তরমুজ বিক্রির নির্দ্দেশনা দিয়ে গেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়