শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে অভিযানে নামলেন পৌর মেয়র আশরাফ, বাজারে তরমুজ বিক্রির সিন্ডিকেট

ফিরোজ আহম্মেদ : [২] এবার মিটারে ওজন বা কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করতে অভিযানে নামলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি সোমবার বিকালে কালীগঞ্জ মেইন বাসষ্ট্ডা সহ শহরের বিভিন্ন বাজারে তরমুজ ব্যাবসায়ীদের দোকানে দোকানে অভিযান চালান।

[৩] এ সময়ে তিনি নির্দ্দেশনা দেন যে, এখন থেকে ওজন বাদেই প্রতি পিচ হিসাবে তরমুজ বিক্রয় করতে হবে। এরপরও যদি কেউ কেজি দরে বিক্রি করতে চায়, তাহলে তাকে ক্রেতাদের চাহিদা অনুয়ায়ী আড়াই’শ গ্রাম বা ৫’শ গ্রাম ওজনেরও তরমুজ দিতে হইবে। এ নিয়ম অমান্যকারীকে আগামীতে মোবাইল কোট করে জরিমানা করা হবে।

[৪] স্থানীয় ভ’ক্তভোগী সাধারন মানুষ তরমুজ ক্রেতারা জানান, বাপ দাদার আমল থেকেই তারা পিচ হিসাবে তরমুজ কিনে খেত। এছাড়াও সে সময়ে তরমুজ কেটে পিচ পিচও বিক্রয় করা হত। কিন্তু এ বছর চলতি মাস থেকেই হঠাৎ করে তরমুজ ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি শুরু করেছে। বর্তমানে একটি তরমুজের ওজন ৫ থেকে প্রায় ১০ কেজি পর্ষন্ত। যার প্রতি পিচ মূল্য ৪/৫ শত টাকা। যা সাধারন নিন্মআয়ের মানুষের পক্ষে কেনা একেবারেই অসম্ভব।

[৫] সাধারণ ক্রেতারা আরো জানায়, তরমুজ ব্যবসায়ীরা বাইরের মোকাম থেকে প্রতি পিচ সংখ্যা হিসাবে তরমুজ কিনে আনে। কিন্তু এবারই তারা সিন্ডিকেড করে ক্রেতাদের নিকট ওজন কেজি দরে বিক্রয়ের নিয়ম চালু করেছে। এতে ক্রেতা সাধারনের তরমুজ ক্রয় অসম্ভব হয়ে উঠেছে। এ নিয়ে অনেক স্থানেই তরমুজ বিক্রেতাদের সাথে ক্রেতারা বাক বিতন্ডায় জড়িয়ে পড়ছে।

[৬] সোমবার শহরে অভিযানকালে পৌর মেয়র আশরাফ জানান, ক্রেতা সাধারন মানুষের অসুবিধার কথা ভেবেই তিনি তরমুজ ব্যাবসায়ীদের দোকানে এসেছেন। তিনি পুর্বের নিয়মে পিচ হিসাবে তরমুজ বিক্রির নির্দ্দেশনা দিয়ে গেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়