কামরুল হাসান মামুন: দুনিয়ার মানুষ টের পাচ্ছে অক্সিজেন যে কত মূল্যবান! সাধারণ মানুষ এতদিন ফ্রি-তে এই অক্সিজেন পেয়ে বুঝতেছিল না গাছের কাছে যে আমরা কত ঋণী। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলি। বিশেষ করে ভারত এখন হাড়েহাড়ে টের পাচ্ছে এর মূল্য। এই বিপদে পরে ভারত এটাও বুঝতে পারছে বিশ্বে তাদের গুরুত্ব কত। সকাল থেকে টিভি দেখছি আর বিশ্বের বিখ্যাত সব সংবাদপত্র দেখছিলাম।
গুগল, মাইক্রোসফটসহ বিশ্বের বড় বড় জায়ান্ট টেক কোম্পানিগুলো তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গুগলের সিইও ভারতীয় বংশোদ্ভূত Sundar Pichai ইতিমধ্যেই ১৩৮ কোটি রুপি সাহায্যের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটসহ অন্য অনেক কোম্পানি যেগুলো বড় বড় পদে ভারতীয়রা আছে তারাও এগিয়ে আসছে। কেবলই কি Sundar Picha? স্বয়ং ভাইস প্রেসিডেন্টইতো আছে। এর একটা ক্যাসকেডিং ইফেক্টও আছে।
অন্যান্য কোম্পানি যাদের টপ পদ ভারতীয় না তারাও এগিয়ে আসবে। আর বিভিন্ন দেশতো আছেই। একই সাথে WHO-র বড় বড় পদেও ভারতীয়রা আছে। কেন আছে? কারণ তাদের শিক্ষার মান। ভারতের শিক্ষার মান খুবই ভালো। ওদের ২৩টি আইআইটি আছে যাদের ইমপ্যাক্ট বিশাল। আইআইটি বোম্বে বা বা মাড্রাসের মত আমাদের যদি একটি প্রতিষ্ঠান আর আইআইএসসি ব্যাঙ্গালুরুর মত একটি প্রতিষ্ঠান থাকতো তাহলে আমরা অন্য রকম সভ্য এক বাংলাদেশের বাসিন্দা হতাম। দুঃখ লাগে আমাদের নেতানেত্রীরা এটি আজ পর্যন্ত বুঝতেই পারল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বুঝে না। শিক্ষক নেতাদের এই বিষয়ে মুখ খুলতে দেখেছেন কখনো? ফেসবুক থেকে