শিরোনাম
◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে পাপুলের কারাদণ্ড ৩ বছর ও জরিমানা বাড়লো ২০ লাখ দিনার

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার দৈনিক আল কাবাসের প্রতিবেদনে বাংলাদেশি সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সর্বশেষ এ তথ্য জানিয়ে বলা হয়, ৫৬ কোটি ৩৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

[৩] কুয়েতের আপিল আদালত মানব পাচারের মামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া আন্ডারসেক্রেটারি জেনারেল শেখ মাজেন আল জারাহ, কুয়েতের সাবেক সাংসদ সালাহ খুরশিদ ও একজন সরকারি কর্মকর্তা কারাদণ্ডাদেশ দেন।

[৪] আরব নিউজ, আল আনবার, আল রাই ও আরব টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে গত বছর ২৮ জানুয়ারী চার বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। এর পর বাংলাদেশে তার সংসদ সদস্য পদ বতিল করা হয়।

[৫] তার বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচার, শ্রমিক শোষণ, ঘুষ লেনদেন এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকির অভিযোগ আনা হয়।

[৬] কুয়েতের এক আমলাসহ তিনজনকে ৫৭ কোটি ৫৪ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন বাংলাদেশি এই সাংসদ।

[৭] কুয়েতের দুই এমপি এছাড়াও ৭ জন সিনিয়র কর্মকর্তা এবং ৩ টি সংস্থায় কর্মরত অন্তত ২১ জন ফেঁসে গেছেন।

[৮] কুয়েতের পাবলিক প্রসিকিউশনে পাপুলসহ নয়জনের বিরুদ্ধে বিচার চলছে। এর মধ্যে তার প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষক রয়েছেন। পাপুলসহ কারাগারে আছেন মোট ছয়জন।

[৯] বাংলাদেশের কোনো সাংসদকে এর আগে কখনই বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়