তাহেরুল আনাম: [২] আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় লিচু বাগানীদের চিন্তার শেষ নেই। কৃষি বিভাগের পরামর্শ মতে কিটনাশক ছত্রাকনাশক সহ গাছে স্প্রে করেও
তেমন উপকার না পাওয়ায় এবার লিচুর ফলন নিয়ে চিন্তায় লিচু বাগানীরা।
[৩] হট্রিকালচার সেন্টারের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, খরা মৌসুম চলছে আশানুরুপ বৃষ্টি হচ্ছে না, তাই আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, তারা যেন সেট পরিমিত দিবে গাছে সেচের যেনো অভাব না হয় পাশাপাশি কিটনাশক ও ছত্রাকনাশক রুটিন মাফিক ব্যবহার করবে।
[৪] নিয়মিত শুরু পানি স্প্রে করতে হবে ও লিবরাম ব্রো ২ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে গাছের উপরে দিতে হবে এতে করে লিচুর ফাটা ও ঝড়া বন্ধ হবে। সম্পাদনা: হ্যাপি