শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মৎস্যজীবি খুন দু’জন আটক

এম রিয়াজ: উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে রোববার রাতে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পরেশ হালদার (৬০) নামের এক মৎস্যজীবি খুন হয়েছে। সে পূর্ব পশারীবুনিয়া গ্রামের সখানাথ হালদারের ছেলে। এঘটনায় পুলিশ নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালাদার নামের অপর দুই মৎসজীবিকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৯ টার দিকে পরেশ হালদার প্রতিদিনের ন্যায় পশারীবুনিয়া নাথপাড়া খালে বাঁধা জাল পাততে যায় ।

এসময় নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদার ও নারায়ন মিস্ত্রী একই জায়গায় জাল পাততে চাইলে পরেশ এতে বাধা দেয় এবং বাক বিতন্ডার এক পর্যায়ে এরা পরেশ হালদার কে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে থাকে এসময় পরেশ প্রাণ ভয়ে দৌড়ে তার নিজ বাড়ীতে চলে এলে প্রতিপক্ষ তার পেছন পেছন তার ওপর হামলা চালতে তাদের বাড়ীতে চলে আসে। প্রতিপক্ষের আঘাতে এক পর্যায়ে পরেশ হালদার তার স্বজনদের সামনেই নিজ বাড়ীর আঙিনায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় সে ।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান,রোববার রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়