শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মৎস্যজীবি খুন দু’জন আটক

এম রিয়াজ: উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে রোববার রাতে জাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পরেশ হালদার (৬০) নামের এক মৎস্যজীবি খুন হয়েছে। সে পূর্ব পশারীবুনিয়া গ্রামের সখানাথ হালদারের ছেলে। এঘটনায় পুলিশ নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালাদার নামের অপর দুই মৎসজীবিকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৯ টার দিকে পরেশ হালদার প্রতিদিনের ন্যায় পশারীবুনিয়া নাথপাড়া খালে বাঁধা জাল পাততে যায় ।

এসময় নির্মল হালদার ও তার ছেলে শুভ্র হালদার ও নারায়ন মিস্ত্রী একই জায়গায় জাল পাততে চাইলে পরেশ এতে বাধা দেয় এবং বাক বিতন্ডার এক পর্যায়ে এরা পরেশ হালদার কে লাঠি দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মারতে থাকে এসময় পরেশ প্রাণ ভয়ে দৌড়ে তার নিজ বাড়ীতে চলে এলে প্রতিপক্ষ তার পেছন পেছন তার ওপর হামলা চালতে তাদের বাড়ীতে চলে আসে। প্রতিপক্ষের আঘাতে এক পর্যায়ে পরেশ হালদার তার স্বজনদের সামনেই নিজ বাড়ীর আঙিনায় লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় সে ।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান,রোববার রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়