শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমি আহমেদ: সীমান্তবর্তী শহর গুলোতে খুব দ্রুত মিটিগেশন ও প্রিভেন্টিভ ও প্রিপারেটরি ব্যবস্থা নেয়া দরকার

রুমি আহমেদ: ভারতে এখন যেই কোভিড ওয়েভ চলছে তা ডোমিন্যান্ট করছে ই ১ .৬১৭ (ডাবল মিউটেন্ট) ভ্যারিয়েন্ট। দ্বিতীয় কমন ভ্যারিয়েন্ট হচ্ছে ই ১.১১৭ (ব্রিটিশ ভ্যারিয়েন্ট) এবং তৃতীয় কমন হচ্ছে ই ১.৬১৮ (ত্রিপল মিউটেন্ট বা বেঙ্গল স্ট্রেইন)। তবে এই ক্রমটা বদলাতে পারে খুব কম সময়ে ও হয়তো বদলে গেছে এরই মধ্যে। বাংলাদেশে এমনই ভাবে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট খুব দ্রুত ডোমিন্যান্ট হয়ে গিয়েছিলো।

আশার কথা হচ্ছে সম্প্রতি হায়দারাবাদে ভারতীয় মোলেকুলার বায়োলজি সংস্থায় হওয়া এক গবেষণায় জানা যায় যে কোভিশিল্ড ভ্যাকসিন খুব সাফল্যের সঙ্গে এই তিনটা ভ্যারিয়েন্ট এর ভাইরাস কেই প্রতিরোধ করতে পারে। আরেকটা ব্যাপার আলোচনা করা দরকার- পুরো বাংলাদেশের কথা জানি না- তবে আমার ধারণা ঢাকা শহরে গত দুই ওয়েভে যেই পরিমাণ মানুষ সিম্পটম সহ ও সিমটম ছাড়া ইনফেক্টেড হয়েছেন- তাতে ঢাকা শহর হয়তো নুতন একটা ওয়েভ থেকে প্রটেক্টেড থাকবে। আমি আশা করি বেঙ্গল স্ট্রেইন ঢাকাতে তেমন স্ট্রেইন ফেলবে না। যেমন ঢাকার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট তেমন প্রভাব ফেলেনি ওয়েস্ট বেঙ্গলে।

তবে সীমান্তবর্তী শহরগুলোর ক্ষেত্রে এ কথা বলা যায় না- এবং সীমান্তবর্তী শহর গুলোতে খুব দ্রুত মিটিগেশন ও প্রিভেন্টিভ ও প্রিপারেটরি ব্যবস্থা নেয়া দরকার। যা হচ্ছে কঠোর বর্ডার কন্ট্রোল লকডাউন ও হাসপাতাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং। ফেসবুক থেকে আমিরুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়