শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন

দিদারুল আলম:[২] রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন।শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টায় দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

[৩] এর আগে বাদ জুমা চট্টগ্রাম নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তোপধ্বনিতে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় চট্টগ্রামের এই বীর মুক্তিযোদ্ধাকে।রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, মহানগর কমান্ডার মোজ্জাফফর আহমদসহ বিশিষ্ট অনেকেই।

[৪] বীর মুক্তিযুদ্ধা মো. সাহাবউদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ১ম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।উল্লেখ্য, গত ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধা সাহাব‌উদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়