শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন

দিদারুল আলম:[২] রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিন।শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৮টায় দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

[৩] এর আগে বাদ জুমা চট্টগ্রাম নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তোপধ্বনিতে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় চট্টগ্রামের এই বীর মুক্তিযোদ্ধাকে।রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, মহানগর কমান্ডার মোজ্জাফফর আহমদসহ বিশিষ্ট অনেকেই।

[৪] বীর মুক্তিযুদ্ধা মো. সাহাবউদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ১ম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।উল্লেখ্য, গত ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধা সাহাব‌উদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে পুনরায় ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়