কায়সার হামিদ:[২] কক্সবাজারের উখিয়ার পার্শ্ববতী ঘুমধুম সীমান্তে বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম নামে এক রোহিঙ্গা মাদককারবারী নিহত হয়েছে। এ সময় ৮০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।নিহত ইব্রাহীম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের পুত্র। কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণ করে ইয়াবা কারবারিরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
[৪] এতে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের মরদেহ পাওয়া যায়। একই সঙ্গে ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন