কূটনৈতিক প্রতিবেদক:[২] মার্কিন পররাষ্ট্র বিভাগের বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর টেলিফোন আলাপ করেছেন। তারা মিয়ানমারে গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক সমর্থনের প্রতি যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
[৩] উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের জনগণের জন্য স্থায়ী শান্তি ও উন্নয়নের সমর্থনে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে সম্মত হয়েছেন।
[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশের সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠ যোগাযোগে আগ্রহ প্রকাশ করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব