শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:৩২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ফোরণের শঙ্কায় পুড়ে যাওয়া ভবনের আশপাশের ফ্ল্যাট খালি করা হচ্ছে

সুজন কৈরী: পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ৬ তলা (হাজী মুসা ম্যানশন) একটি ভবনের নিচতলায় ক্যামিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৯ ইউনিট কাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে লোকজনকে সরিয়ে নিচ্ছেন। আশপাশে থাকা ব্যাংকের এটিএম বুথ বন্ধ করা হয়েছে। হাজী মুসা ম্যানসনের পাশের দুটি ভবন হচ্ছে মক্কা টাউয়ার ও আমান কোর্ট।

বংশাল থানার ওসি শাহিন ফকির জানান, ভবনটির নিচতলায় একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত ১৭ জনসহ ফায়ার সার্ভিসের আহত ৩জন কর্মী কে মিডফোর্ট ও ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে। ভবনটিতে আটকা পড়া বাকী বাসিন্দাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, বৃহস্পতিবার বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পাই রাত ৩টা ১৮ মিনিটে।

প্রথমে ছয়টি পরে ভয়াবহতায় আরও চারটিসহ মোট ১০ টি ইউনিট পাঠানো হয়। পরে আরও বাড়িয়ে ১৯টি করা হয়। তারা ভবনের চারপাশে অবস্থান নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এছাড়াও বাড়ির উপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়