শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ বলের পর এবার ৫ বলে ওভার গুনলেন আম্পায়ার

মাহিন সরকার: [২] টেস্ট ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিং মোটেও সহজ কাজ নয়। পাঁচ দিন ধরে খেলাটিকে পরিচালনা করতে হয়। কিছু ভুলত্রুটি তাই অস্বাভাবিক নয়। তবে আম্পায়ারদের কিছু কিছু ভুল একটু অবাক করে সবাইকে। এরকম একই ঘরানার দুই ভুলের দেখা মিলল শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে।

[৩] ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে চলছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংস এখনও চলছে। টস জিতে বাংলাদেশ ব্যাট করতে নামার সাথে সাথেই একটি ভুল করে বসেন অন ফিল্ড আম্পায়াররা।

[৪] ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় রয়েছেন কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে। প্রথম দিনের প্রথম সেশনের খেলায়, ইনিংসের তৃতীয় ওভারে নন স্ট্রাইকিং প্রান্তে আম্পায়ারিং করছিলেন পালিয়াগুরুগে। ঐ ওভারে বল করতে আসেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো। ফার্নান্দো একে একে ৬টি বল করলেও আম্পায়ার ওভার কল করেননি। ফলে তাকে আরেকটি বল করতে হয়। অর্থাৎ, ঐ ওভারে বল ছিল ৭টি।

[৫] নিজের ভুল শুধরাতেই পালিয়াগুরুগে পরের ভুলটা করলেন কি না কে জানে। দ্বিতীয় দিন প্রথম সেশনে, ১০৫তম ওভারে আবারও বল গণনায় ভুল করেন তিনি, নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে। ঐ ওভারে বল করছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। ৫ বল করতেই পালিয়াগুরুগে ওভার কল করে বসেন। ফলে ৫ বলেই শেষ হয় ১০৫তম ওভার।

[৬] টেস্টে আম্পায়ারদের ভুলত্রুটি অবশ্য প্রায়শই দেখা যায়। দীর্ঘ ব্যাপ্তির এই খেলায় মাঠে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করা বেশ কঠিন। তার ওপর শ্রীলঙ্কায় এখন গরমটাও বেশি। তারপরও রুচিরা পালিয়াগুরুগের বল গণনার ভুল নিয়ে অনেকেই মেতেছেন রসিকতায়। - বিডিক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়