শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন কার্যকর, এ দুটি টিকা দেওয়ার পর ১০ হাজারে আক্রান্ত ৩ থেকে ৪ জন

রাশিদুল ইসলাম : [২] কোভিড প্রতিরোধে ভ্যাকসিন কার্যকরের এধরনের প্রমাণ দ্বিধা এবং সংশয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। কোভিশিল্ড টিকা নিয়েছেন এমন ১০ হাজারে আক্রান্ত হয়েছেন ৩ ও কোভ্যাক্সিনের ক্ষেত্রে এ সংখ্যা রয়েছে চারে। দি প্রিন্ট

[৩] ভারতের এনআইটিআই আয়োগের সদস্য ড. ভি. কে. পল বলেন ভ্যাক্সিন কাজ করছে। বিদেশি টিকার ক্ষেত্রেও একই ধরনের সফলতা পাওয়া গেছে। টিকা দেওয়ার পর কোভিড আক্রান্ত হলেও তা গুরুতর পর্যায়ে যাচ্ছে না। যেসব স্বাস্থ্যকর্মী উঁচ্চ মাত্রার ঝুঁকিতে তারাই টিকা নেওয়ার পর এত কম মাত্রায় আক্রান্ত হয়েছে এবং সাধারণ মানুষের টিকা নেওয়ার পর আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো কম।

[৪] ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ডিজি ড. বলরাম ভারগাভা বলেন টিকা নেওয়ার পর গুরুতর সংক্রমণ ও মৃত্যু কমেছে।

[৫] এআইআইএমএস পরিচালক ড. রণদ্বীপ গুলেরিয়া বলেন ভ্যাকসিন আপনাকে গুরুতর অসুস্থতা থেকেও বাঁচাবে। হয়ত সংক্রমিত হবেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মাস্ক আপনাকে পরতেই হবে।

[৬] ভারতে ৪.৭ কোটি বয়স্ক ব্যক্তি অন্তত প্রথম ডোজ নিয়েছেন এধরনের বয়স্ক নাগরিকের সংখ্যা ১০ কোটি। তার মানে উচ্চ ঝুঁকিতে থাকা ৪৭ শতাংশ নাগরিক টিকা নিয়েছেন।

[৭] তারপরও ৭০ বছরের বেশি মানুষ প্রথম ওয়েভের চেয়ে এবার একটু বেশি কোভিডে আক্রান্ত হচ্ছেন। প্রথম ওয়েভে ৭০ থেকে ৮০ বছর বয়সী আক্রান্তদের ১৯.৯৯ শতাংশ মারা গেছে। দ্বিতীয় ওয়েভে তা বেড়েছে ২২.১৭ শতাংশে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়