শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন কার্যকর, এ দুটি টিকা দেওয়ার পর ১০ হাজারে আক্রান্ত ৩ থেকে ৪ জন

রাশিদুল ইসলাম : [২] কোভিড প্রতিরোধে ভ্যাকসিন কার্যকরের এধরনের প্রমাণ দ্বিধা এবং সংশয় কাটিয়ে উঠতে সাহায্য করবে। কোভিশিল্ড টিকা নিয়েছেন এমন ১০ হাজারে আক্রান্ত হয়েছেন ৩ ও কোভ্যাক্সিনের ক্ষেত্রে এ সংখ্যা রয়েছে চারে। দি প্রিন্ট

[৩] ভারতের এনআইটিআই আয়োগের সদস্য ড. ভি. কে. পল বলেন ভ্যাক্সিন কাজ করছে। বিদেশি টিকার ক্ষেত্রেও একই ধরনের সফলতা পাওয়া গেছে। টিকা দেওয়ার পর কোভিড আক্রান্ত হলেও তা গুরুতর পর্যায়ে যাচ্ছে না। যেসব স্বাস্থ্যকর্মী উঁচ্চ মাত্রার ঝুঁকিতে তারাই টিকা নেওয়ার পর এত কম মাত্রায় আক্রান্ত হয়েছে এবং সাধারণ মানুষের টিকা নেওয়ার পর আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো কম।

[৪] ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ডিজি ড. বলরাম ভারগাভা বলেন টিকা নেওয়ার পর গুরুতর সংক্রমণ ও মৃত্যু কমেছে।

[৫] এআইআইএমএস পরিচালক ড. রণদ্বীপ গুলেরিয়া বলেন ভ্যাকসিন আপনাকে গুরুতর অসুস্থতা থেকেও বাঁচাবে। হয়ত সংক্রমিত হবেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মাস্ক আপনাকে পরতেই হবে।

[৬] ভারতে ৪.৭ কোটি বয়স্ক ব্যক্তি অন্তত প্রথম ডোজ নিয়েছেন এধরনের বয়স্ক নাগরিকের সংখ্যা ১০ কোটি। তার মানে উচ্চ ঝুঁকিতে থাকা ৪৭ শতাংশ নাগরিক টিকা নিয়েছেন।

[৭] তারপরও ৭০ বছরের বেশি মানুষ প্রথম ওয়েভের চেয়ে এবার একটু বেশি কোভিডে আক্রান্ত হচ্ছেন। প্রথম ওয়েভে ৭০ থেকে ৮০ বছর বয়সী আক্রান্তদের ১৯.৯৯ শতাংশ মারা গেছে। দ্বিতীয় ওয়েভে তা বেড়েছে ২২.১৭ শতাংশে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়