রাজু চৌধুরী : [২] করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগ।
[৩] বুধবার ২১ এপ্রিল দুপুরে সিএমপির চকবাজার থানাধীন রীমা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উক্ত কার্যক্রমের উদ্ধোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
[৪] এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ২৫০০ দারিদ্র্য পরিবারের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
[৫] প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবন, ভোজ্য তেল ও সাবান সহ সর্বমোট ১২.৫ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ