ইসমাঈল ইমু: [২] মঙ্গলবার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির অর্থ উপ কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজ মিসির বাদি হয়ে কোতোয়ালি থানায় ডিজিটাল সিকিউরিটি এক্টে এই মামলা দায়ের করেন।
[৩] গত ১৪ এপ্রিল বিকালে ফেইসবুক লাইভে হেফাজতে ইসলামের নেতাদের সুরে নূর আওয়ামী লীগের সমালোচনা করেন। ফেইসবুক লাইভে তিনি বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান। তার এই বক্তব্যে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও উসকানির অভিযোগ এনে এসব মামলা দায়ের করা হয়।