রাহুল রাজ: [২] তামিম নিজের ৯০ রানে সাজ ঘরে ফিরলেও শান্ত ও মমিনুল ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ডে চা বিরতী পর্যন্ত ২০০ রানে নিয়ে যান। শান্ত ৭৮ ও মমিনুল ২১ রানে অপরাজিত আছেন।
[৩] এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অনসাইড দিয়েই বাউন্ডারি দুইটি মারেন তিনি। কিন্তু বিশ্ব ফার্নান্দোর করার পরের ওভারে এর উল্টোটাই করেন সাইফ।