শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র বাঘারপাড়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত

আজিজুল ইসলাম:[২] উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে মা-ছেলেকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।আহতরা হচ্ছেন- ওই গ্রামের কালাম বিশ্বাসের স্ত্রী হেনা বেগম( ৫১) ও ছেলে সোনা মিয়া (৩০)।

[৩] স্থানিয়রা জানান, আমুড়িয়া গ্রামের আবদুল কালাম বিশ্বাসের মোদির দোকান থেকে পার্শ্ববর্তী করিম মোল্লার ছেলে জালাল উদ্দিন (৪২) ও একই পরিবারের সকলেই প্রতিনিয়ত কেনাকাটা করেন। গত এক দিন আগে জালাল উদ্দিন (৪২) ১০ লিটার ডিজেল পরের দিন টাকা পরিশোধের কথা বলে বাকি নিয়ে যান। কিন্তু এক মাস পার হলেও এটাকা পরিশোধ করেনি ।

[৪] এদিন বিকেলে পূনঃরায় হেনা বেগম বাকীতে জিনিষ কিনতে গেলে তার কাছে আগের পাওনা টাকা পরিশোধের তাগিদ দেন । এসময় হেনা বেগমের সাথে দোকানদারের বাক-বিতন্ডা বেধে যায়। এক পর্যায়ে মারামারি লেগে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

[৫] সংবাদ পেয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী দুষ্কৃতকারীদের হামলায় আহত পরিবারটির চিকিৎসার খোঁজ খবর নিতে বাঘারপাড়া হাসপাতালে ছুটে যান এবং তাদের খোজ খবর নেন ও ডাক্তার ও নার্সদের মতবিনিময় করেন। এসময় চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচারের জন্য আশ্বাসদেন।

[৬]এবিষয়ে বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অতি মর্মাহত আমরা আসামি ধরার জন্য কয়েকবার অভিযান চালিয়েছি এবং আসামি ধরা আগপর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। আহতদের অবস্থা খারাপ থাকায় মামলা রেকর্ডে বিলম্ব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়