শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র বাঘারপাড়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত

আজিজুল ইসলাম:[২] উপজেলার জামদিয়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে মা-ছেলেকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।আহতরা হচ্ছেন- ওই গ্রামের কালাম বিশ্বাসের স্ত্রী হেনা বেগম( ৫১) ও ছেলে সোনা মিয়া (৩০)।

[৩] স্থানিয়রা জানান, আমুড়িয়া গ্রামের আবদুল কালাম বিশ্বাসের মোদির দোকান থেকে পার্শ্ববর্তী করিম মোল্লার ছেলে জালাল উদ্দিন (৪২) ও একই পরিবারের সকলেই প্রতিনিয়ত কেনাকাটা করেন। গত এক দিন আগে জালাল উদ্দিন (৪২) ১০ লিটার ডিজেল পরের দিন টাকা পরিশোধের কথা বলে বাকি নিয়ে যান। কিন্তু এক মাস পার হলেও এটাকা পরিশোধ করেনি ।

[৪] এদিন বিকেলে পূনঃরায় হেনা বেগম বাকীতে জিনিষ কিনতে গেলে তার কাছে আগের পাওনা টাকা পরিশোধের তাগিদ দেন । এসময় হেনা বেগমের সাথে দোকানদারের বাক-বিতন্ডা বেধে যায়। এক পর্যায়ে মারামারি লেগে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

[৫] সংবাদ পেয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী দুষ্কৃতকারীদের হামলায় আহত পরিবারটির চিকিৎসার খোঁজ খবর নিতে বাঘারপাড়া হাসপাতালে ছুটে যান এবং তাদের খোজ খবর নেন ও ডাক্তার ও নার্সদের মতবিনিময় করেন। এসময় চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচারের জন্য আশ্বাসদেন।

[৬]এবিষয়ে বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অতি মর্মাহত আমরা আসামি ধরার জন্য কয়েকবার অভিযান চালিয়েছি এবং আসামি ধরা আগপর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। আহতদের অবস্থা খারাপ থাকায় মামলা রেকর্ডে বিলম্ব হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়