কূটনৈতিক প্রতিবেদক: [২] জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন (সিএনডি), ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বুধবার এ তথ্য জানিয়ে বলেছে, নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে ইকোসকের ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ ভোট ভোট পেয়েছে।
[৩] তিন বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশনের (সিএনডি) সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
[৪] নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, নির্বাচনটি ছিলো অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এই বিজয় বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের নেতৃত্বের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই বহিঃপ্রকাশ।
[৫] বিশ্বব্যাপী মাদক সমস্যার সব দিকের প্রতি বাংলাদেশ সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বাংলাদেশ জাতীয় পর্যায়ে অবৈধ মাদক ব্যবসা বন্ধে অত্যন্ত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
[৬] মাদকদ্রব্যের অপব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কমিশনের সদস্য হিসেবে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব।
[৭] ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের নির্বাচনে উভয় বোর্ডে বাংলাদেশ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে। বাংলাদেশ বর্তমানেও বোর্ড দুটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।
[৮] বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, এবং ইরান এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সংস্থাটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়।
আপনার মতামত লিখুন :