শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার নতুন আশঙ্কা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, ভ্যাকসিন কাজ করবে কি না নিশ্চিত নয়

সালেহ্ বিপ্লব: [২] দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ব্রাজিল ভ্যারিয়েন্টের পর সামনে এসেছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, নাম দেয়া হয়েছে বি.১.৬১৭। এই ভ্যারিয়েন্টে অন্যান্য সব ভ্যারিয়েন্টের ভয়াবহ বৈশিষ্ট্যগুলো রয়েছে। বিবিসি

[৩] পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, গত বছরের শেষ দিকে ভারতে এই ভ্যারিয়েন্টটি পাওয়া যায়। সম্প্রতি ব্রিটেনে শতাধিক ব্যক্তি এতে সংক্রমিত হয়েছেন। স্কাই নিউজ

[৪] এর মধ্যেই এটির দুটি উল্লেখযোগ্য মিউটেশন হয়েছে। প্রথম মিউটেশনের ফলে এর সংক্রমণের ক্ষমতা বেড়েছে। দ্বিতীয় মিউটেশনে এই ভাইরাসটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে। ইকনোমিক টাইমস

[৫] ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আরেকটি ভয়াবহ মিউটেশন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এর যার নাম দেয়া হয়েছে এল৪৫২আর। ফোর্বস

[৬] এই নতুন প্রজাতির ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এ কারণেই বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভয়াবহ মাত্রায়। দেশটির যে ৫টি প্রদেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে সেগুলোই মূলত করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে। আল জাজিরা

[৮] ব্রিটেনে এরই মধ্যে ভারতীয়দের ভ্রমণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, যে ভ্যাকসিনগুলো এখন ব্যবহার করা হচ্ছে, সেগুলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে কি না, এ নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। বিজনেস স্ট্যান্ডার্ড

[৯] তবে ইসরায়েলে এই ভ্যারিয়েন্টে সংক্রমিত ৭ জনের ওপর পরীক্ষা নিরীক্ষা করে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফাইজারের ভ্যাকসিন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হতে পারে। এনডিটিভি

[১০] মঙ্গলবার কোভিড প্রতিরোধ বিষয়ক সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ওপর এখনও অনুসন্ধান চলছে। আইটিভি

[১১] আগামী ২৩ এপ্রিল থেকে ভারত ভ্রমণের ব্যাপারে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। শেষ ১০ দিনের যারা ভারত ভ্রমণ করেছেন, তাদের ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হবে না। শুধুমাত্র ব্রিটিশ ও আইরিশ পাসপোর্টধারী এবং ব্রিটেনে বসবাসের অনুমতিপ্রাপ্তরা এই নিষেধাজ্ঞার আওতাভূক্ত। তবে ব্রিটেনের প্রবেশের পর তাদের সরকার অনুমোদিত হোটেল ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়