শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে হামলা: পরিকল্পনাকারী যুবদল নেতা গ্রেফতার

তৌহিদুর রহমান: [২] হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে হামলার পরিকল্পনাকারী ও মামলার আসামি জেলা যুবদল নেতা হাসমত খন্দকারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, পুলিশ লাইনে যে হামলা হয়েছিল, তার পরিকল্পনাকারী ছিলেন হাসমত।

[৩] তিনি সদর উপজেলার ঘাটুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাসমতকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ লাইনে হামলার মূল পরিকল্পনাকারী। তার নির্দেশে সেদিন হামলা চালানো হয়েছিল।

[৪] ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকী জড়িতদের গ্রেফতারে জন্য আমাদের সর্ব্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

[৫] গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে জেলা পুলিশ লাইনে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৪ এপ্রিল পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সৈয়দ এমদাদুল হক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়