শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা; নতুন মুখ ‘এক’

মাহিন সরকার: [২] ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমবার টেস্ট খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। বুধবার ২১ এপ্রিল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ মধ্যেকার প্রথম টেস্ট। আর একদিন আগেই প্রথম টেস্টের জন্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে রাখা হয়েছে। পেসাররা আছেন চারজন। আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

[৪] এ সিরিজে বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস দিতে পারে ২০১৭ সালের স্মৃতি। নিজেদের শততম টেস্টে লঙ্কানদের তাদের মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ। বিগত পাঁচ বছরে দেশের বাইরে বাংলাদেশের এটিই একমাত্র টেস্ট জয়। যদিও সেই টেস্ট জয়ে বড় ভূমিকা রাখা সাকিব মুস্তাফিজ ও মোসাদ্দেকের কেউ নেই এ সফরে।

[৫] প্রথম টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়