শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা; নতুন মুখ ‘এক’

মাহিন সরকার: [২] ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে প্রথমবার টেস্ট খেলতে নামার অপেক্ষায় বাংলাদেশ। বুধবার ২১ এপ্রিল শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ মধ্যেকার প্রথম টেস্ট। আর একদিন আগেই প্রথম টেস্টের জন্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৩] টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে রাখা হয়েছে। পেসাররা আছেন চারজন। আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

[৪] এ সিরিজে বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস দিতে পারে ২০১৭ সালের স্মৃতি। নিজেদের শততম টেস্টে লঙ্কানদের তাদের মাটিতেই হারিয়েছিল বাংলাদেশ। বিগত পাঁচ বছরে দেশের বাইরে বাংলাদেশের এটিই একমাত্র টেস্ট জয়। যদিও সেই টেস্ট জয়ে বড় ভূমিকা রাখা সাকিব মুস্তাফিজ ও মোসাদ্দেকের কেউ নেই এ সফরে।

[৫] প্রথম টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়