মাহবুবুর রহমান:[২] মাহে রমজান উপলক্ষ্যে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
[৩] আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন।
[৪] এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমানসহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। জেলা প্রশাসক জানান জেলার নয় উপজেলার ১৫০০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যায়ক্রমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন