শিরোনাম
◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনিল গাভাস্কারের ধারাভাষ্য নিয়ে ব্যঙ্গ করলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : [২] রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএপের প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ক্রিস গেইলের ক্যাচ নিতে যেয়ে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন বেন স্টোকস। সেই চোটে পুরো আসর থেকেই ছিটকে গেছেন ইংলিশ তারকা অলরাউন্ডার। ইতোমধ্যে রাজস্থান শিবির ছেড়ে দেশেও ফিরে গেছেন স্টোকস।

[৩] তবে ইংল্যান্ডে বসেই নিয়মিত আইপিএলের খোঁজখবর রাখছেন তিনি। রোববার (১৮ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচটিও দেখেছেন ইংলিশ অলরাউন্ডার। সেই ম্যাচে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের দেওয়া ভুল ধারাভাষ্য নিয়ে ব্যঙ্গ করেছেন বেন স্টোকস।

[৪] ঘটনা দিল্লি-পাঞ্জাব ম্যাচের ১১তম ওভারের। পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেওয়া দুই ওপেনার কেএল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালের বিরুদ্ধে বেগ পেতে হচ্ছিলো দিল্লীর কাগিসো রাবাদাকে। সেই ওভারে প্রোটিয়া পেসারের করা শর্ট পিচ ডেলিভারিতে পুল আর হুক শটে অনায়াসেই তিনটি ছক্কা হাঁকান মায়াঙ্ক-রাহুল।

[৫] সে সময় ধারাভাষ্যকার কক্ষে থাকা সুনীল গাভাস্কার, কাগিসো রাবাদার এমন বোলিংয়ের বেশ সমালোচনা করেন। তিনি বলেন, খুবই বাজে বাউন্সার, যদি তুমি বাউন্সার দিতে চাও তাহলে অবশ্যই তা অফ স্টাম্পের উপর রাখা উচিৎ। তবে রিপ্লেতে দেখা যায় বলটি ঠিক অফ স্টাম্পের উপরেই ছিল।

[৬] আর এরপরেই গাভাস্কারের নাম না লিখলেও পুরো ঘটনাটি লিখে টুইট করেন বেন স্টোকস। যেখানে নিজের অনুভূতি বুঝাতে নিজের মাথা চাপড়ানোর ইমোজিও জুড়ে দেন ইংলিশ অলরাউন্ডার। উল্লেখ্য, সে ম্যাচে ১০ বল বাকি থাকতেই দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছে পাঞ্জাব কিংস। ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে দিল্লি ওপেনার শিখর ধাওয়ান। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়