ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ওমরা পালনকারীদের নির্দেশনা দেয়ার জন্য ৭৫০ জন গাইডকে নিযুক্ত করেছে। সৌদি গেজেট, হারামাইন শরিফাইন
[৩] ওসামা আল-হুজাইলি বলেন, এই ৭৫০ জন গাইড ২৪ ঘণ্টায় মসজিদুল হারামে আসা ব্যক্তিদের সহায়তা করবে ও ওমরা পালনের সময় তাদেরকে নির্দেশনা দেবে।
[৪] মসজিদের স্থানীয় গাইডদের জেনারেল প্রেসিডেন্সির বেসামরিক নিরাপত্তা প্রহরীদের পাঁচ শ’ সদস্যের শক্তিশালী এক দল সহায়তা করবে।
[৫] সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রমজানে কেউ মসজিদুল হারাম জেয়ারত বা ওমরা করতে চাইলে তাকে অবশ্যই কোভিড টিকা নিতে হবে। অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চালু করা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সুস্থতার বিষয়ে নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।