শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে গভীর কূপে পড়ে বিষাক্ত গ্যাসে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে সোমবার ভোরে পরিত্যক্ত গভীর কূপে পড়ে গিয়ে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু ও একজন আহত হয়েছে। নিহতরা হলো- হাসান আলী (৩০) ও হাবিবুর রহমান (২৫)। নিহতরা ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

[৩] নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে শৌচাগারে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সীমানায় থাকা পরিত্যক্ত পানির ট্যাঙ্কে (গভীর কূপ) পড়ে গেলে চিৎকার দেয়।

[৪] এসময় তার ভাই হাসান আলী ও প্রতিবেশি মিন্টু মিয়া তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তারাও ওই কূপে পড়ে যায়। এসময় গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিন্টু মিয়াকে আহত অবস্থায় এবং হাসান আলী ও হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে। পরে আহত মিন্টু মিয়াকে নিকটস্থ পলাশবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

[৫] এব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ হোসেন জানান, ওই কূপটি পরিত্যক্ত থাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হওয়ায় তাদের মৃত্যু হতে থাকতে পারে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়