শিরোনাম
◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোবিন্দগঞ্জে গভীর কূপে পড়ে বিষাক্ত গ্যাসে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

রফিকুল ইসলাম: [২] গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে সোমবার ভোরে পরিত্যক্ত গভীর কূপে পড়ে গিয়ে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু ও একজন আহত হয়েছে। নিহতরা হলো- হাসান আলী (৩০) ও হাবিবুর রহমান (২৫)। নিহতরা ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

[৩] নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে শৌচাগারে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির সীমানায় থাকা পরিত্যক্ত পানির ট্যাঙ্কে (গভীর কূপ) পড়ে গেলে চিৎকার দেয়।

[৪] এসময় তার ভাই হাসান আলী ও প্রতিবেশি মিন্টু মিয়া তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে তারাও ওই কূপে পড়ে যায়। এসময় গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিন্টু মিয়াকে আহত অবস্থায় এবং হাসান আলী ও হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে। পরে আহত মিন্টু মিয়াকে নিকটস্থ পলাশবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

[৫] এব্যাপারে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ হোসেন জানান, ওই কূপটি পরিত্যক্ত থাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হওয়ায় তাদের মৃত্যু হতে থাকতে পারে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়