শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় লকডাউন বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে পুলিশ

আবু হাসাদ: [২] দেশে সপ্তাহব্যাপী লকডাউনের ৬ষ্ঠ দিনে আরও কঠোর অবস্থানে আছেন রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ। সোমবার আবারও এক সপ্তাহের জন্য লকডাউন বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে।

[৩] সর্বাত্মক কার্যকর করতে সোমবার সকাল থেকেই মহাসড়কসহ সকল রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। উপজেলার প্রতিটি প্রবেশদ্বারে বসানো হয়েছে তল্লাশি চৌকি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে যানবাহন থেকে নামিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে যাত্রীকে। লকডাউন না মেনে রাস্তায় বের হওয়ায় যানবাহনকে জরিমানা করতে দেখা গেছে। লকডাউনে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

[৪] অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া আজ দিনভর মাঠে অবস্থান করে লকডাউন নিশ্চিতে পুলিশি তৎপরতা তদারকি করেন। এসময় তিনি বলেন, ‘দেশকে করোনামুক্ত করতে লকডাউন মেনে চলার কোন বিকল্প নেই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

[৫] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ১৪ই এপ্রিল থেকে লকডাউন বাস্তবায়ন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিদিনই ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় চলছে বিশেষ টহল। কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে ঘোষিত লকডাউন। যানবাহনসহ জনসাধারণের অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে রয়েছে কয়েকস্থানে পুলিশের চেকপোস্ট।

[৬] এদিকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ্ এবং সহকারী কমিশনার (ভ’মি) রুমানা আফরোজ এর ভ্রাম্যমান আদালত প্রতিদিনই করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন হাট-বাজা-পাড়া-মহল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়