শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রশিল্পকে সর্বাধিক অর্থ উপার্জন করে দেওয়া তারকা ছিলেন ওয়াসিম

ইমরুল শাহেদ: বডি বিল্ডিংয়ে তৎকালীন মি. ইস্ট পাকিস্তান মেজবাহউদ্দীন আহমেদ ওরফে ওয়াসিম চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন এসএম শফি পরিচালিত ‘ছন্দ হারিয়ে গেল’ ছবির সহকারী পরিচালক হিসেবে। কিন্তু তিনি সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করার এক বছর পরই অর্থাৎ ১৯৭৩ সালে মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ ছবিতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন ববিতা। এ ছবির ‘কচি ডাবের পানি, দুই আনাতে কিনে নিন’ গানটি এখনো লোকের মুখে মুখে ফেরে।

১৯৭৩ সাল থেকে ১৯৯০ পর্যন্ত তিনি ১৫২টি ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ডাকু মনসুর, জিঘাংসা, দুই রাজকুমার, দি রেইন, দোস্ত দুশমন, আসামী হাজির, রাজনন্দিনী, রাজমহল, চন্দন দ্বীপের রাজকন্যা, কে আসল কে নকল এবং লাল মেম সাহেব। তবে ‘রাতের পর দিন’ ছবিতে অভিনয় করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত ১৫২টি ছবির মধ্যে ব্যবসায়িক ক্ষেত্রে দু’চারটি ছবি ব্যর্থ হয়েছে।

এর মধ্যে আওকাত হোসেনের সাক্ষী একটি। কিন্তু এই ছবিতেই তিনি ভিন্ন মাত্রার অভিনয় করেছেন। কিন্তু দর্শক তাতে সন্তুষ্ট হতে পারেনি। তারপরও ওয়াসিমকে বলা হয় ঢাকার চলচ্চিত্রকে সর্বাধিক অর্থ আয় করে দেওয়া তারকা। তাহলে তার ক্যারিয়ার দীর্ঘায়িত হলো না কেন ? তার একমাত্র কারণ হলো তিনি ছিলেন এক মাত্রিক অভিনেতা। জিঘাংসা, দি রেইন এবং সাক্ষী ছবি দিয়ে তিনি ফোক-ফ্যান্টাসির তরবারিধারী অভিনেতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু জিঘাংসা এবং দি রেইন ব্যাপক ব্যবসা করলেও সাক্ষী ব্যর্থ হয়।

লাল মেম সাহেব ছবিটিও তাকে ফোক-ফ্যান্টাসির খোলস মুক্ত করতে পারেনি। তবে তার তরবারি ধরা কোনো ছবি ব্যর্থ হয়নি। এজন্য নির্মাতারা তাকে ফোক-ফ্যান্টাসির বাইরে ভাবতে পারেননি। দি রেইন ছবিটি ডাবল ভার্সান - বাংলা ও উর্দু দুই ভাষায় নির্মিত হয়েছে এবং প্রদর্শিত হয়েছে বিশ্বের ৪৬টি দেশে। সেই বিবেচনায় তাকে আন্তর্জাতিক তারকাও বলা যেতে পারে। কিন্তু অন্তর্মুখী স্বভাবের মানুষ ওয়াসিম কখনো এসব বিষয় নিয়ে কথা বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়