শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ,পুলিশসহ আহত ৪০

ডেস্ক নিউজ: টেম্পু স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধফায় ধফায় সদর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গোপালগঞ্জ জেলা সদরের বড় বাজার এলাকার টেম্পু স্ট্যান্ড নিয়ে ঘোষেরচর উত্তরপাড়ার বাসিন্দা সুজন শেখ ও সেন্টু শেখের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার দুপুর থেকে বিকেল পর‌্যন্ত প্রায় চার ঘণ্টা উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে তিনটি বাড়ি ও চারটি দোকান ভাঙচুরের করা হয়। এ ঘটনার পর থে‌কে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কোনো পক্ষ থেকেই এখন পর‌্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, সংঘর্ষ ঠেকাতে ১৫ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পু‌লিশ ২০ জনকে আটক করেছে।  সূত্র: ‍ বাংলা নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়