শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:০৬ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লারে তিতাসে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৬

তাসীন তিহামী : [২]  শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দ্বিতীয় দশানীপাড়ায় ১জন, জগতপুরে ২জন, প্রথম গোবিন্দপুরে ১জন ও মঙ্গলকান্দি-রায়পুরে ২জন আহত হয়। আহতদের মধ্যে ৫জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার দ্বিতীয় দশানীপাড়ার মৃত হানিফ মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগম (৮৫), জগতপুর সরকারপাড়ার সুজন মিয়ার মেয়ে সানিয়া আক্তার (৬), প্রথম গোবিন্দপুরের মফিজুদ্দিনের মেয়ে লিপি আক্তার (১৫), মঙ্গলকান্দি-রায়পুরের কফিলউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও আমিন উদ্দিনের ছেলে আব্দুল হক (৬০) চিকিৎসা নিয়েছে। এদিকে জগতপুর সরকারপাড়ার মোবারক মিয়ার ছেলে মোঃ বাবু (২২) চিকিৎসা নিতে আসেনি। তবে তার খোঁজ খবর নেওয়ার জন্য এক স্বাস্থ্য কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, এখন পর্যন্ত ৬জনের খবর পেয়েছি। তার মধ্যে ৪জন তিতাসে, ১জন দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। কেউ যদি শিয়ালের আক্রমণের শিকার হন তাহলে তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে হবে। নতুবা জলাতঙ্ক রোগ হওয়া সম্ভাবনা আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়