শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসেজে ‘আপত্তিকর’ বার্তা শচীন কন্যা সারাকে, স্ক্রিনশট শেয়ার করলেন সুন্দরী

স্পোর্টস ডেস্ক : [২] সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সামনে নিজের কফি পান করার ভিডিও শেয়ার করেই বিপদে পড়েন শচীন কন্যা সারা টেন্ডুলকার।

[৩] পেশাদারি জগতে সেভাবে পরিচিত না হলেও সারা টেন্ডুলকার শচীনের কন্যা হওয়ার সুবাদে নেট দুনিয়ার সুপারহিট। শচীন-অঞ্জলি কন্যা সারা ১৯৯৭ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। সোশ্যাল মিডিয়ায় খ্যাতির তুঙ্গে তিনি বহুদিনই। বিশাল ফ্যান ফলোয়ারও রয়েছে তার। তবে শুক্রবারই (১৬ এপ্রিল) সারা আপত্তিকর মন্তব্যের সম্মুখীন হলেন। পত্রপাঠ জবাবও দিলেন।

[৪] মুম্বাইয়ে করোনা পরিস্থিতিতে এমনিতেই অসহনীয় অবস্থা। তারওপর যোগ হয়েছে তীব্র গরম। নিজের ইনস্টাগ্রামে সারা গাড়িতে বসেই কফি পান করার ভিডিও পোস্ট করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের সামনে নিজের কফি পান করার ভিডিও শেয়ার করেই বিপদে পড়েন তিনি। যদিও তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে রীতিমতো সদর্থক কমেন্টই করেন ফলোয়াররা। কফি পানের ভিডিওয় সামান্য ব্যতিক্রম ঘটেছিল।

[৫] একজন নেটিজেন সরাসরি সারাকে ডিএম (ডিরেক্ট মেসেজ) করে বসেন। সেখানে সারা যে শচীনের অর্থের অপচয় করছেন, তা নিয়েই অভিযোগ তোলা হয়। সেই মেসেজের স্ক্রিনশট নিয়েই সারা ইনস্টাগ্রামে সেই ব্যক্তিকে প্রকাশ করে দেন। শুধু তাই নয়, উল্টে তাকে সহবতও শিখিয়ে দেন। বলে দেন, যারই অর্থ হোক না কেন, কফি পান কখনই অর্থের অপচয় নয়। [৬] শেয়ার করা সেই স্ক্রিনশতেই দেখা গিয়েছে অর্জুন টেন্ডুলকারকে নিয়েও কটূক্তি করেছেন সেই ব্যক্তি। ফেব্রুয়ারির নিলামে অর্জুন টেন্ডুলকারকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, মাত্র ২০ লাখ টাকায়। তারপরেই সেই ব্যক্তি সারা-কে মেসেজ করেন, আইপিএলে সবথেকে কম অর্থের ক্রিকেটার বলে। যদিও সেই সময় সারা ভাই অর্জুনের পাশেই দাঁড়িয়েছিলেন।

[৭] নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, কেউ তোমার অর্জন কেড়ে নিতে পারবে না। এটা শুধু তোমারই। আইপিএলে মুম্বাই দলে থাকলেও এখনও পর্যন্ত প্রথম একাদশে জায়গা পাননি শচীন পুত্র। - জি নিউজ/ এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়