তাপসী রাবেয়া: [২] প্রথমবারের মতো বাজার তদারকি অভিযানে যোগ দিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন। রমজান উপলক্ষে ৬টি নিত্যপণ্য সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করেন এবং এক পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই) এ ধরনের অভিযান পরিচালনা করত।
[৩] শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে তিনি বাজার তদারকি কার্যক্রম শুরু করেন।
[৪] অভিযানের শুরুতে বাণিজ্যসচিব এক পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। ওই পেঁয়াজ ব্যবসায়ী কৃষি বিপণন অধিদপ্তর থেকে বেঁধে দেয়া ৪০ টাকার পরিবর্তে পেঁয়াজ বিক্রি করছেন প্রতি কেজি ৪৫ টাকায়।
[৫] রোজায় বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় আগে থেকেই ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। ঢাকায় ২৮টি মনিটরিং দল কাজ করছে।
[৬] নতুন বেঁধে দেয়া দাম অনুযায়ী খুচরা বাজারে ছোলা কেজিপ্রতি ৬৩ থেকে ৬৭ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, ভোজ্যতেলের এক লিটারের বোতল ১৩৯ টাকা, পাঁচ লিটারের বোতল ৬৬০ টাকা, মোটা দানার মসুর ডাল ৬৭-৬৯ টাকা ও সরু দানার ডাল ৯৭ থেকে ১০৩ টাকা এবং চিনির খুচরা মূল্য কেজিপ্রতি ৬৭ থেকে ৬৮ টাকায় বিক্রি হওয়ার কথা। এ ছাড়া সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৮০-১০০ ও মধ্যম মানের খেজুর ২০০-২৫০ টাকার বেশি হতে পারবে না। সম্পাদনা: বাশার নূরু