শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজার মনিটরিং ও টিসিবির খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম তদারকিতে বাণিজ্যসচিব

তাপসী রাবেয়া: [২] প্রথমবারের মতো বাজার তদারকি অভিযানে যোগ দিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন। রমজান উপলক্ষে ৬টি নিত্যপণ্য সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করেন এবং এক পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই) এ ধরনের অভিযান পরিচালনা করত।

[৩] শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে তিনি বাজার তদারকি কার্যক্রম শুরু করেন।

[৪] অভিযানের শুরুতে বাণিজ্যসচিব এক পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। ওই পেঁয়াজ ব্যবসায়ী কৃষি বিপণন অধিদপ্তর থেকে বেঁধে দেয়া ৪০ টাকার পরিবর্তে পেঁয়াজ বিক্রি করছেন প্রতি কেজি ৪৫ টাকায়।

[৫] রোজায় বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় আগে থেকেই ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। ঢাকায় ২৮টি মনিটরিং দল কাজ করছে।

[৬] নতুন বেঁধে দেয়া দাম অনুযায়ী খুচরা বাজারে ছোলা কেজিপ্রতি ৬৩ থেকে ৬৭ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, ভোজ্যতেলের এক লিটারের বোতল ১৩৯ টাকা, পাঁচ লিটারের বোতল ৬৬০ টাকা, মোটা দানার মসুর ডাল ৬৭-৬৯ টাকা ও সরু দানার ডাল ৯৭ থেকে ১০৩ টাকা এবং চিনির খুচরা মূল্য কেজিপ্রতি ৬৭ থেকে ৬৮ টাকায় বিক্রি হওয়ার কথা। এ ছাড়া সাধারণ মানের খেজুর কেজিপ্রতি ৮০-১০০ ও মধ্যম মানের খেজুর ২০০-২৫০ টাকার বেশি হতে পারবে না। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়