শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউল কাস্ত্রোর পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে কিউবায় কাস্ত্রো যুগের অবসান

লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের প্রথম দিনের অধিবেশনে তরুণ প্রজন্মের কাছে নেতৃত্ব হস্তান্তরের ঘোষণা দেন রাউল কাস্ত্রো (৮৯)। এর মধ্য দিয়ে কিউবার কাস্ত্রো পরিবারের ৬ দশকের নেতৃত্বের অবসান ঘটতে যাচ্ছে। পূর্ণ দায়িত্বশীল, সাম্রাজ্যবাদ বিরোধী, দলের প্রতি অনুগত নবীন নেতৃত্ব কিউবাকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন রাউল। রয়টার্স, এপি

[৩]তবে কাস্ত্রো পরিবারের বিদায়ে কিউবার সমাজতান্ত্রিক পদ্ধতির শাসনতন্ত্রে কোনো পরিবর্তন আসছে না। রাউলের বিদায়ের পর কমিউনিস্ট পার্টিতে নতুন যে নেতৃত্ব আসতে চলেছে তারা সরাসরি কিউবা বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন না।

[৪]২০১৪ সালে ফিদেলের নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঐতিহাসিক আলোচনার পর দুই দেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করলেও ট্রাম্প যুগে এসে ফের অবনতি ঘটে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নিষেধাজ্ঞা ও মহামারী দেশটিকে গত তিন দশকের ইতিহাসে সবচেয়ে বৃহত্তর আর্থিক দৈন্যদশায় ফেলেছে। নতুন নেতাদের চলমান তীব্র অর্থনৈতিক সংকট উত্তরণের উপায় বের করতে হবে।

[৫]১৯৫৯ সালে কিউবা বিপ্লবের মাধ্যমে কিউবার নেতৃত্ব গ্রহণ করেন অমর বিপ্লবী ফিদেল কাস্ত্রো। আজীবন ভাইয়ের পাশে থেকে তাকে সমর্থন করে গিয়েছেন রাউল। ফিদেল অসুস্থ হয়ে পড়ার পর ২০০৬ সালে রাউল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন ও ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালে দলের নেতা নির্বাচিত হন। ২০১৬ সালে ফিদেল কাস্ত্রো মারা যান। ২০১৮ সাালে ৬০ বছর বয়সে মিগুয়েল দিয়াজ ক্যানেলের কাছে প্রেসিডেন্সি হস্তান্তর করেন রাউল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়