শিরোনাম
◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউল কাস্ত্রোর পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে কিউবায় কাস্ত্রো যুগের অবসান

লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসের প্রথম দিনের অধিবেশনে তরুণ প্রজন্মের কাছে নেতৃত্ব হস্তান্তরের ঘোষণা দেন রাউল কাস্ত্রো (৮৯)। এর মধ্য দিয়ে কিউবার কাস্ত্রো পরিবারের ৬ দশকের নেতৃত্বের অবসান ঘটতে যাচ্ছে। পূর্ণ দায়িত্বশীল, সাম্রাজ্যবাদ বিরোধী, দলের প্রতি অনুগত নবীন নেতৃত্ব কিউবাকে এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন রাউল। রয়টার্স, এপি

[৩]তবে কাস্ত্রো পরিবারের বিদায়ে কিউবার সমাজতান্ত্রিক পদ্ধতির শাসনতন্ত্রে কোনো পরিবর্তন আসছে না। রাউলের বিদায়ের পর কমিউনিস্ট পার্টিতে নতুন যে নেতৃত্ব আসতে চলেছে তারা সরাসরি কিউবা বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন না।

[৪]২০১৪ সালে ফিদেলের নেতৃত্বে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঐতিহাসিক আলোচনার পর দুই দেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করলেও ট্রাম্প যুগে এসে ফের অবনতি ঘটে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নিষেধাজ্ঞা ও মহামারী দেশটিকে গত তিন দশকের ইতিহাসে সবচেয়ে বৃহত্তর আর্থিক দৈন্যদশায় ফেলেছে। নতুন নেতাদের চলমান তীব্র অর্থনৈতিক সংকট উত্তরণের উপায় বের করতে হবে।

[৫]১৯৫৯ সালে কিউবা বিপ্লবের মাধ্যমে কিউবার নেতৃত্ব গ্রহণ করেন অমর বিপ্লবী ফিদেল কাস্ত্রো। আজীবন ভাইয়ের পাশে থেকে তাকে সমর্থন করে গিয়েছেন রাউল। ফিদেল অসুস্থ হয়ে পড়ার পর ২০০৬ সালে রাউল ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন ও ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালে দলের নেতা নির্বাচিত হন। ২০১৬ সালে ফিদেল কাস্ত্রো মারা যান। ২০১৮ সাালে ৬০ বছর বয়সে মিগুয়েল দিয়াজ ক্যানেলের কাছে প্রেসিডেন্সি হস্তান্তর করেন রাউল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়