শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১১:০৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে সুবাস ছড়াচ্ছে সৌদির গোলাপ শহর

ডেস্ক রিপোর্ট: প্রতি বসন্তে গোলাপ ফোটে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে। এর ফলে মরুময় দেশটির একটি অংশ গোলাপি রূপ ধারণ করে। আর ছড়ায় গোলাপের সুবাস। আরটিভি

এপ্রিল মাসে তারা যে ফুলের চাষ করে তা থেকে পবিত্র কাবা ঘর ধোয়ার জন্য প্রয়োজনীয় তেল পাওয়া যায়। সেই তেল দিয়ে কাবা ঘরের বাইরের দেয়াল পরিষ্কার করা হয়।

এ বছর এপ্রিলের এই সময়টাতে রমজান মাস শুরু হয়েছে। পবিত্র এই মাসে বিশ্বের মুসলিমরা রোজা পালন করেন এবং ইবাদত বন্দেগীতে সময় কাটান।

বিন সালমান ফার্মের কর্মীরা প্রতিদিন হাজার হাজার ফুল সংগ্রহ করেন। এসব ফুল থেকে গোলাপজল এবং তেল তৈরি করা হয়। এছাড়া এসব গোলাপ থেকে প্রসাধনী ও রান্নার উপাদান সংগ্রহ করা হয়।

প্রতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদিতে আসা লাখ লাখ মুসল্লির কাছে সুগন্ধি এই তেল বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

গোলাপের শহর হিসেবে পরিচিতি পাওয়া তায়েফে প্রতি বছর প্রায় ৩০ কোটি ফুল ফোঁটে। আর তায়েফে ৮০০-র বেশি ফুলের বাগান রয়েছে। অনেক বাগানেই দর্শানার্থীদের প্রবেশের অনুমতি রয়েছে।

বিন সালমান ফার্মের মালিক খালাফ আল-তুওইরি বলেন, অনেক বেশি তাপে গোলাপগুলোকে ৩০ থেকে ৩৫ মিনিট ফোটানো হয়। এরপর তাপমাত্রা ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত কমিয়ে রাখা হয়। এরপর আট ঘণ্টা ধরে সুগন্ধি তেল তৈরির প্রক্রিয়া শুরু হয়।

তেল কাঁচের বোতলের ওপর ভেসে উঠলে নিষ্কাশনের প্রক্রিয়া শুরু হয়। পরে বড় সিরিঞ্জ দিয়ে বিভিন্ন সাইজের শিশিতে এই তেল ঢোকানো হয়। সুগন্ধি এই তেলের সবচেয়ে ছোট শিশির দাম পড়ে ৪০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় ৯ হাজারের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়