শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২৬ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান মোরশেদ: ‘আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না’ এ বয়ান নতুন না

হাসান মোরশেদ: ডা. এম এ হাসান তার গবেষণায় দেখিয়েছেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের অক্সিলারী ফোর্স রাজাকার, আলবদর, আলশামসদের হাতে ধর্ষিত বাঙালি নারীদের ৮০ শতাংশ ছিলেন মুসলমান। এটা যৌক্তিক। ভারতে যারা আশ্রয় নিতে পেরেছিলেন ৯০ শতাংশ ছিলেন অমুসলিম। তারাও নির্যাতিত হয়ে গিয়েছেন বা যেতে যেতে নির্যাতিত হয়েছেন। তবে যারা যেতে পারেননি, পুরো সময়টা জুড়েই এরা নির্যাতিত হয়েছেন। মোট ধর্ষিতের ৮০ শতাংশ মুসলমান, মোট নিহতের সংখ্যাও মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা সংখ্যাতত্বের হিসাবে। এই যে এতো ব্যাপক সংখ্যক মুসলমান খুন হলো, ধর্ষিত হলো তারও একটা ধর্মতাত্বিক বয়ান সে সময় জারি হয়েছিলো। ধর্মীয় ফতোয়া দিয়েই সেটা জায়েজ করা হয়ছিলো।

যেহেতু এই বাঙালিদের বেশির ভাগ আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক ভোটার সেহেতু তারা প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান না যারা, তাদেরকে মুসলমান বানানো ঈমানী দায়িত্ব।  এ ক্ষেত্রে সহজ পথ হলো পুরুষদের বেশীর ভাগকে খুন করে সংখ্যা কমিয়ে দাও আর নারীদের ধর্ষন করে তাদের পেটে বাচ্চা জন্ম দাও। মুসলমান তার বাপের বিরুদ্ধে দাঁড়ায়না। ‘আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না’ এ বয়ান নতুন না। পৃথিবীর জঘন্যতম জেনোসাইডের জাস্টিফায়িং ন্যারেটিভ এটা ছিলো। নুরুল হক নূরু’র উচ্চারিত এই বয়ান তাই ভয়ঙ্কর, নৃশংস এবং আশঙ্কাজনক। এই বয়ানের গুরুত্ব আছে, এর পেছনে পরিকল্পনা আছে, ক্ষেত্র প্রস্তুতির আয়োজন আছে। মাইন্ড মাই ওয়ার্ডস, প্লিজ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়