শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:১৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠোর লকডাউনে বেপরোয়া উঠতিবয়সীরা

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যেও বেপরোয়া হয়ে উঠেছেন তরুণ-তরুণীরা। বিভিন্ন অযুহাতে অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে তারা পাড়া-মহল্লায় আড্ডা দিচ্ছেন। আবার অনেক প্রেমিক-প্রেমিকাই লকডাউনকে কেন্দ্র অযথা ঘুরেফেরাও করেছেন বলে জানা গেছে। গত দুইদিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানা গেছে, এবার বাংলা নববর্ষের দিনই কঠোর লকডাউন শুরু হয়েছে। এই কারণে ওই দিন সকালে তরুণ-তরুণীরা ঘর থেকে বের হতে পারেনি। তবে ওই দিন বিকালে ও গতকাল অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে ঠিকই তারা নগরীতে ঘুরাফেরা করেছেন।

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার, সিক্কাটুলী লেন, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, ফার্মগেট, শনিরআখড়া এলাকায় গিয়ে দেখা গেছে, উঠতি বয়সী কিশোররা জড়ে হয়ে আড্ডা দিচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত তারা আড্ডায় মেতে উঠে। তবে যাদের বাসায় অভিভাবকরা তাদের সন্তানদের একটু নজরদারিতে রাখেন তারা ঘর থেকে বরে হতে পারেননি। তবে ওইসব পরিবারের সন্তানরাও পিতা-মাতাকে ভুল বুঝিয়ে রাস্তায় নেমে আড্ডা দিতেও মরিয়া বলে জানা গেছে।
জানা গেছে, রাজধানীর কদমতলী থানার দনিয়া বর্ণমালা স্কুলের মোড়ে প্রতিদিন দুইশতাধিক উঠতি বয়সী তরুণ লকডাউন ভেঙে আড্ডা দেয়। তাদের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ।

স্থানীয়রা জানান, প্রতিদিন বিকালে এসব উঠতি বয়সী তরুণ এসে আড্ডা বসায় ফাস্টফুডের দোকানগুলোতে। লকডাউনে দোকান না খুললেও তাদের আড্ডা বন্ধ হয়নি। মধ্যরাত পর্যন্ত তারা আড্ডায় মেতে থাকে।

এ ব্যাপারে জানাতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ইফতখোয়রুল ইসলাম বলেন, পাড়া-মহল্লায় পুলিশ দায়িত্ব পালন করছে। তারপরও বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়