শিরোনাম
◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে কোরবান আলী হত্যা মামলায় দুই ভাই একদিনের রিমান্ডে

যশোর প্রতিনিধি: [২] শহরের কাজীপাড়ার কোরবান আলী পচা হত্যা মামলায় আটক দুই ভাইয়ের একদিনে করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

[৩] আসামিরা হলো খোলাডাঙ্গার সিরাজুল ইসলাম চন্টুর দুই ছেলে পিয়ারুজ্জামা পিরু ও মনির হোসেন মিরু। বৃহস্পতিবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ এ আদেশ দিয়েছেন।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে পচা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে যাচ্ছিল। পথিমধ্যে সেবা সংঘ বালিকা বিদ্যালয় ও সাব পোস্ট অফিসের সামনে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা তার গরিরোথ করে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। গুরুতর আহত পচাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি সকালে মারা যান। এরআগে নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন হত্যা চেষ্টার অভিযোগে চারজনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।

[৫] এরমধ্যে এজাহারনামীয় আসামি মিরু ও পিরু আদালতে আত্মসমর্প করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেয় দেয় আদালত। এরমধ্যে কোরবান আলী পচা মারা যাওয়ায় ওই দুইজনের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

[৬] আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়