আতিকুর রহমান : [২] জেলার শ্রীপুরে মোমিন উদ্দিন নামে এক ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টারের ওই ভুয়া মেডিকেল টেকনোলজিস্টকে এ দণ্ড প্রদান করেন।
[৪] এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস। নিবার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন জানান,ভুয়া মেডিকেল টেকনোলজিস্ট মোমিন উদ্দিনের কোনো শিক্ষাগত সনদ নেই।
[৫] কেবলমাত্র অভিজ্ঞতা দিয়ে তিনি দীর্ঘ ১১ বছর ধরে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করে আসছেন। এবিষয়টি ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিগোচর হওয়ায় তাকে এ শাস্তি প্রদান করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ