শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজা রেখেই অনবদ্য ইনিংস খেলে বাবরের সাথে ইতিহাস গড়েছেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক: [২] সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে বুধবার ১৪ এপ্রিল দক্ষিণ আফ্রিকাকে হারায় পাকিস্তান। ইতিহাস গড়া এই জয়ে রান তাড়ার সর্বোচ্চ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর শতক হাঁকিয়ে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। অনবদ্য এই ইনিংস রোজা রেখেই খেলেছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক বাবর আজম।

[৩] চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। একই দিন থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তাই একজন মুসলমান হিসেবে ফরয রোজা রেখেই খেলতে নেমেছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এদিন পাকিস্তানকে জিতিয়ে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি।

[৪] ম্যাচ শেষে রিজওয়ানের প্রসংশা করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, রিজওয়ান রোজা ছিল, কিন্তু সে সত্যিই অনেক ভাল করেছে। এমনকি সে ২০ ওভার পর্যন্ত খেলেছিল।

[৫] উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে ২০৪ রানের লক্ষ্যে প্রথম থেকেই ওভার প্রতি ১০ রান তোলার চাপ নিয়ে উইকেটে নামেন বাবর এবং রিজওয়ান।

[৬] ১৯৭ রানের ওপেনিং জুটির পর একেবারে জয়ের কাছে গিয়ে ১৫ চার এবং ৪ ছক্কায় ৫৯ বলে ১২২ রানে খেলতে থাকা বাবরকে ফেরান লিজাড উইলিয়ামস। এরপরে আর কোন অঘটন না ঘটিয়ে জয়ের বাকি কাজটা সারেন রিজওয়ান এবং ফখর জামান। ফলে ৯ উইকেটের দাপুটে বিজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ফলে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানেও এগিয়ে গেল এশিয়ার দেশটি। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়