সুমাইয়া ঐশী: [৩] ভারতে করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজে উঠে এসেছে ভয়াবহ চিত্র। দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগম্বোধ ঘাটে বুধবারও দেখা গেছে বিশাল লাইন। আনন্দবাজার
[৪] ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মরদেহ সৎকারের ব্যবস্থা না হওয়ায় হতাশ বহু মানুষ। ভুক্তভোগীরা জানাচ্ছেন, কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে করে ২-৩টি মরদেহ আসছে। ফলে সৎকারের লাইন আরও দীঘ হচ্ছের্ ।
[৫] কবরস্থানগুলোর পরিস্থিতিও ব্যতিক্রম নয়। দিল্লির একটি কবরস্থানের রক্ষণাবেক্ষক জানান, আগে এখানে প্রতিদিন ১-২টি মরদেহ আসতো। কিন্তু এখন দিনে ১৭-১৮টি করে মরদেহ আসছে, এতে স্থান সংকুলান কঠিন হয়ে পড়েছে।
[৬] এদিকে মর্গেও জায়গা হচ্ছে না দেশটিতে। সংরক্ষণের জায়গা শেষ, তাই বাধ্য হয়ে মাটিতেই রাখা হচ্ছে বহু মরদেহ। হাসপাতালেও চলছে হাহাকার। দিল্লিতে ৮৫ শতাংশ আইসিইউ ইতোমধ্যেই ভর্তি হয়ে গেছে। রোগীর চাপ সামলাতে বিভিন্ন রাজ্যের প্রশাসন অস্থায়ীভাবে করোনার পরিষেবা চালু করেছেন, তবে এতেও হিমশিম খেতে হচ্ছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল