সাগর আকন:[২] বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের কোরাল মাছ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসান মিয়া নামে এক জেলের কাছ থেকে ইউনুছ নামে এক পাইকার মাছটি কিনে নেন।
[৩] এর আগে বুধবার গভীর রাতে হাসান নামে এক জেলের জালে ধরা পরে মাছটি। পাইকার ইউনুছ জানান, হাসান নামে এক জেলের জালে বুধবার কোরালটি ধরা পড়ে। ৮০০ টাকা কেজি দরে মাছটি তিনি ১৬,০০০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
[৪] পরে পাথরঘাটা বাজারে এনে মাছটি কেটে কেটে ১০০০ টাকা কেজি দরে মোট ২০,০০০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। তিনি আরও জানান, এর আগে ৩২ কেজি ওজনের মাছ পাওয়া গেছে এ নদীতে।সম্পাদনা:অনন্যা আফরিন