সিলেট প্রতিনিধি : [২] সুনামগঞ্জের জগন্নাথপুরে শত্রুতার বলি হয়েছে গো-খাদ্য খড়। মাঠে থাকা খড় শত্রুর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে কান্নায় ভেঙে পড়েছেন গরীব কৃষক উনু মিয়া।
[৩] জগন্নাথপুর পৌর এলাকার হাসিমাবাদ গ্রামের কৃষক উনু মিয়া সারা বছরের গরুর খাবার হিসেবে খড় সংগ্রহ করেন হাওর থেকে।
[৪] ১৩ এপ্রিল ৫ কেদার জমির খড় কিনে নিয়ে গেইট এলাকায় আলখানা ডহরের পাড়ে রাখেন, পরদিন বাড়িতে নেয়ার আশায়। তবে রাতের আঁধারে অজানা শত্রুরা খড়ে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক উনু মিয়া জানান।সম্পাদনা:অনন্যা আফরিন