শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সেই গৃহবধূকে গণধষর্ণের ঘটনায় গ্রেফতার ৩

হারুন-অর-রশীদ: ফরিদপুরের মধুখালীতে সেই গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত দুই নারীসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনা নিয়ে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।

গ্রেফতারকৃতরা হলেন রোজিনা ও তার মা পারুল আক্তার এবং জাকিরুল হক। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী গৃহবধূর বাবা গ্রেফতার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মানবপাচার ও ধর্ষণের মামলা করেন।

গৃহবধূর বাবা গণমাধ্যমকে জানান, ঘটনায় জড়িত রোজিনা ও তার মা পারুল আক্তার এবং জাকিরুল হক এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তির নামে মামলা দিয়েছি। আমার মেয়ে এখন কিছুটা সুস্থ। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথিন্দ্র নাথ তরফদার বলেন, মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাবা মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে জাকিরুল হক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে রোজিনা ও তার মা পারুল আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত রোজিনা ও তার মা পারুল আক্তার মধুখালী আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। এছাড়া জাকিরুল হকের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বিদ্যুৎ বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূ সুস্থ হলে ২২ ধারায় জবানবন্দি নিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়