শিরোনাম
◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান ◈ চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাংলা‌দেশ‌কে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপ‌দেষ্টা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সেই গৃহবধূকে গণধষর্ণের ঘটনায় গ্রেফতার ৩

হারুন-অর-রশীদ: ফরিদপুরের মধুখালীতে সেই গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত দুই নারীসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনা নিয়ে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।

গ্রেফতারকৃতরা হলেন রোজিনা ও তার মা পারুল আক্তার এবং জাকিরুল হক। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী গৃহবধূর বাবা গ্রেফতার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মানবপাচার ও ধর্ষণের মামলা করেন।

গৃহবধূর বাবা গণমাধ্যমকে জানান, ঘটনায় জড়িত রোজিনা ও তার মা পারুল আক্তার এবং জাকিরুল হক এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তির নামে মামলা দিয়েছি। আমার মেয়ে এখন কিছুটা সুস্থ। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথিন্দ্র নাথ তরফদার বলেন, মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাবা মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে জাকিরুল হক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে রোজিনা ও তার মা পারুল আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত রোজিনা ও তার মা পারুল আক্তার মধুখালী আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। এছাড়া জাকিরুল হকের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বিদ্যুৎ বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূ সুস্থ হলে ২২ ধারায় জবানবন্দি নিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়