শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের সেই গৃহবধূকে গণধষর্ণের ঘটনায় গ্রেফতার ৩

হারুন-অর-রশীদ: ফরিদপুরের মধুখালীতে সেই গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত দুই নারীসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে তাদের ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনা নিয়ে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।

গ্রেফতারকৃতরা হলেন রোজিনা ও তার মা পারুল আক্তার এবং জাকিরুল হক। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ভুক্তভোগী গৃহবধূর বাবা গ্রেফতার তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মানবপাচার ও ধর্ষণের মামলা করেন।

গৃহবধূর বাবা গণমাধ্যমকে জানান, ঘটনায় জড়িত রোজিনা ও তার মা পারুল আক্তার এবং জাকিরুল হক এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তির নামে মামলা দিয়েছি। আমার মেয়ে এখন কিছুটা সুস্থ। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন।

মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথিন্দ্র নাথ তরফদার বলেন, মঙ্গলবার রাতে ওই গৃহবধূর বাবা মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে জাকিরুল হক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর আগে রোজিনা ও তার মা পারুল আক্তারকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত রোজিনা ও তার মা পারুল আক্তার মধুখালী আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা। এছাড়া জাকিরুল হকের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বিদ্যুৎ বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই গৃহবধূ সুস্থ হলে ২২ ধারায় জবানবন্দি নিয়ে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়