শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতীবান্ধায় ব্যক্তি মালিকানা জমিতে আশ্রয়ন প্রকল্প নির্মাণের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] জেলার হাতীবান্ধায় ব্যক্তি মালিকানা জমিতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ হচ্ছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের তালুকদার পরিবার।

[৩] বুধবার বিকালে আরাজি শেখ সুন্দর এলাকায় আবুল কালাম আজাদ তালুকদারের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে ইউএনও’র দাবী ব্যক্তি মালিকানা নয় সরকারী জমিতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের বসত বাড়ি নির্মাণ হচ্ছে।

[৪] সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ তালুকদারের পুত্র নাজমুল ইসলাম তালুকদার বলেন, ওই এলাকায় ১৮১ এস এ খতিয়াতের জমিতে ৮ একর ৪৭ শতক জমি পৈতিক সুত্রে আমার পরিবার ভোগ দখল করে আসছে। কিন্তু এসএ খতিয়ানে কিছু জমি ভুলবশত অন্য এক ব্যক্তি ও সরকারের নামে রেকর্ড ভুক্ত হয়। বিআরএস খতিয়ানেও ওই জমি খাস খতিয়ান ভুক্ত হয়। এ নিয়ে আমরা আদালতের আশ্রয় গ্রহন করি। আমাদের পক্ষে একটি রায় হয়েছে। অপর একটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

[৫] কিন্তু গত ১৩ এপ্রিল মঙ্গলবার হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন ও সহকারী কমিশনার (ভুমি) শামীমা সুলতানা ওই জমিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বসত বাড়ি নির্মাণের কথা বলেন। আমরা জমির স্বপক্ষে কাগজপত্র দেখাতে চাইলে তিনি তা না দেখিয়া ফসলী জমি মেরে ফেলার নিদের্শ প্রদান করেন।

[৬] সংবাদ সম্মেলনে নাজমুল ইসলাম তালুকদার দাবী করেন, ওই জমি যেহেতু আমার পরিবার পারিবারিক সুত্রে মালিক এবং আদালতে মামলা রয়েছে। সেহেতু ওই জমিতে সরকারী আশ্রয়ন প্রকল্প নির্মাণের কোনো সুযোগ নেই।

[৭] হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, এসএ’র পাশাপাশি বিআরএস খতিয়ানেও ওই জমি খাসভুক্ত হয়েছে। এ ছাড়া ওই জমির মালিকানা দাবী করে সরকারের বিরুদ্ধে কেউ আদালতে মামলা করে নাই। সেহেতু সরকারী জমিতে অগ্রাধিকার ভিক্তিতে ভুমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের বসত বাড়ি নিমার্ণ হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়