গোলাম সারোয়ার:[২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকার ঘোষিত দ্বিতীয়বারের মতো লকডাউন চলছে। লকডাউনকে ঘিরে দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরে চলছে ছোট আকারের যান।
[৩] ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।
[৪] দূরপাল্লার কোনো প্রকার যানবাহন ও প্রয়োজন ব্যতিত জনসাধারণ চলাচল করলেই বাধা দিচ্ছে পুলিশ। এছাড়াও আশুগঞ্জ শহরের দোকানপাট, শপিংমলসহ সরকার নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকলেও শহরে বসেছে সাপ্তাহিক বুধবারের হাট।
[৫] শহরের বিভিন্ন অলিগলিতে বসেছে হাঁস-মুরগি, কবুতর, মসলা, কাঁচা বাজারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন রকমের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। এসব হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
[৬] এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, সরকার ঘোষিত লকডাউন পালনের কোন বিকল্প নেই। যারাই এ ব্যাপারে কোন নিয়মনীতি পালন না করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন