শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর লকডাউনে জনশূন্য বাংলাবাজার ঘাট

ইমতিয়াজ আহমেদ :[২] কঠোর লকডাউনের প্রথম দিনে যাত্রীশূন্য শিবচরের বাংলাবাজার ঘাট। একদিন আগেও ফেরি, ট্রলার আর স্পিডবোটে উপচে পড়া ভিড় মাথায় নিয়ে বাড়ি ফিরেছিল দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

[৩] বুধবার ভোর থেকেই ঘাটের চিত্র সম্পূর্ন ভিন্ন। পুরো ঘাটজুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। কোনো যাত্রী নেই। শুধুমাত্র পন্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স ফেরি পারাপার হচ্ছে।

[৪] বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লকডাউনে গত সপ্তাহের সোমবার থেকেই নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। তবে ঘাট থেকে কিছুটা দূরে গিয়ে কিছু ট্রলার ও স্পিডবোট অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী পারাপার করে আসছিল। এদিকে গত দুই/তিনদিন ধরে ফেরিতেও শতশত যাত্রী পারাপার হয়ে গন্তব্যে গিয়েছে। তবে কঠোর লকডাউনে সাধারন মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় নি। শিবচরের বাংলাবাজার ঘাট সকাল থেকেই যাত্রীশূন্য। ফেরিতে শুধুমাত্র পচনশীল পন্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে।

[৫] বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ঘাটে ১০/১২ টি ফেরি চলাচল করছে। সাধারন কোন যাত্রী ঘাট এলাকায় নেই। পণ্যবাহী পরিবহন পারাপার করা হচ্ছে। কঠোর লকডাউনে সাধারন যাত্রীরা ঘর থেকে বের হয় নি। তাই যাত্রী শূন্য রয়েছে বাংলাবাজার ঘাট এলাকা।

[৬] এদিকে গত কয়েকদিন ধরে প্রায় পাঁচশতাধিক পন্যবাহী পরিবহন শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় আটকে আছে। বুধবার সকাল থেকে সবকটি ফেরিতে পরিবহন পার করা হচ্ছে। এছাড়াও ঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট দেখা গেছে।

[৭] শিবচরের বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আশিকুর রহমান বলেন, সকাল থেকেই ঘাট এলাকায় পুলিশের টহল রয়েছে। বাংলাবাজার লঞ্চ,স্পিডবোট, ফেরিঘাট ও আশেপাশের সড়কে পুলিশের চেকপোস্ট ও টহল রয়েছে। কোন যাত্রীই ঘাট এলাকায় নেই। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়