শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর লকডাউনে জনশূন্য বাংলাবাজার ঘাট

ইমতিয়াজ আহমেদ :[২] কঠোর লকডাউনের প্রথম দিনে যাত্রীশূন্য শিবচরের বাংলাবাজার ঘাট। একদিন আগেও ফেরি, ট্রলার আর স্পিডবোটে উপচে পড়া ভিড় মাথায় নিয়ে বাড়ি ফিরেছিল দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

[৩] বুধবার ভোর থেকেই ঘাটের চিত্র সম্পূর্ন ভিন্ন। পুরো ঘাটজুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। কোনো যাত্রী নেই। শুধুমাত্র পন্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স ফেরি পারাপার হচ্ছে।

[৪] বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লকডাউনে গত সপ্তাহের সোমবার থেকেই নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট। তবে ঘাট থেকে কিছুটা দূরে গিয়ে কিছু ট্রলার ও স্পিডবোট অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী পারাপার করে আসছিল। এদিকে গত দুই/তিনদিন ধরে ফেরিতেও শতশত যাত্রী পারাপার হয়ে গন্তব্যে গিয়েছে। তবে কঠোর লকডাউনে সাধারন মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় নি। শিবচরের বাংলাবাজার ঘাট সকাল থেকেই যাত্রীশূন্য। ফেরিতে শুধুমাত্র পচনশীল পন্যবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে।

[৫] বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ঘাটে ১০/১২ টি ফেরি চলাচল করছে। সাধারন কোন যাত্রী ঘাট এলাকায় নেই। পণ্যবাহী পরিবহন পারাপার করা হচ্ছে। কঠোর লকডাউনে সাধারন যাত্রীরা ঘর থেকে বের হয় নি। তাই যাত্রী শূন্য রয়েছে বাংলাবাজার ঘাট এলাকা।

[৬] এদিকে গত কয়েকদিন ধরে প্রায় পাঁচশতাধিক পন্যবাহী পরিবহন শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় আটকে আছে। বুধবার সকাল থেকে সবকটি ফেরিতে পরিবহন পার করা হচ্ছে। এছাড়াও ঘাটের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট দেখা গেছে।

[৭] শিবচরের বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আশিকুর রহমান বলেন, সকাল থেকেই ঘাট এলাকায় পুলিশের টহল রয়েছে। বাংলাবাজার লঞ্চ,স্পিডবোট, ফেরিঘাট ও আশেপাশের সড়কে পুলিশের চেকপোস্ট ও টহল রয়েছে। কোন যাত্রীই ঘাট এলাকায় নেই। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়