শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার প্রভাবে শিশুশ্রম বেড়ে যাওয়ার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ধীরে ধীরে শিশুশ্রম কমে এলেও করোনা ভাইরাসের প্রভাবে তা বেড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিশুশ্রম বিশেষত ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কার্যকর উদ্যোগ নিতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইত্তেফাক

গতকাল বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়। ভার্চুয়ালি আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও বর্তমানে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিশু অধিকার ফোরামের আব্দুস সহিদ মাহমুদ। এ সময় বলা হয়, ২০১৩ সালের পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, দেশে শিশুশ্রমিক ১৭ লাখ। এর মধ্যে ১২ লাখ ঝুঁকিপূর্ণ শ্রমে রয়েছে। তবে এ তালিকায় বেশির ভাগ অপ্রাতিষ্ঠানিক খাত নেই। এছাড়া করোনা ভাইরাসের কারণে ফের শিশুশ্রমিক বেড়ে যাবে। চলতি ২০২১ সালকে জাতিসংঘ শিশুশ্রম নিরসনের বছর হিসেবে ঘোষণা করেছে।

এছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতে হলে চলতি বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন ও আগামী ২০২৫ সালের মধ্যে সব খাতের শিশুশ্রম নিরসন করতে হবে। এ লক্ষ্যে প্রাতিষ্ঠানিক খাতের বাইরে অন্যান্য খাতকেও শিশুশ্রম নিরসনের কার্যক্রমের আওতায় আনতে হবে।

মুজিবুল হক চুন্নু বলেন, ১ লাখ শিশুকে শিশুশ্রম থেকে বের করে আনার লক্ষ্যে তার দায়িত্বের সময়ে ২৮৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। কিন্তু বর্তমান দায়িত্বপ্রাপ্তরা গত দুই বছরেও এনজিও সিলেকশন করতে না পারায় এ কার্যক্রম শুরু করা যায়নি। এটিকে মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাব বলে উল্লেখ করেন তিনি।

এ সময় আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম কো অর্ডিনেটর সৈয়দা মুনিরা সুলতানা শিশুশ্রম নিরসনে তাদের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত্ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়